ঢাকা : আসন্ন বিপিএলে নতুন দলে যাওয়ার সুযোগ রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। এবারের আসরে দুইজনে বেশি রিটেইন নেওয়ার সুযোগ না থাকায় তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে রিটেইন করেছে ফরচুন বরিশাল। ফলে চাইলে নতুন দলে যেতে পারবেন রিয়াদ।
তবে দলটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন নিলাম থেকে রিয়াদকে আবারও নেওয়ার সুযোগ আছে।
এবার দলটিতে সরাসরি চুক্তিতে খেলবেন তাওহীদ হৃদয়। বিদেশি ক্রিকেটার হিসেবে ডেভিড মালান এবং ফাহিম আশরাফ পুরো সিজনের জন্য খেলবেন বলে জানিয়েছেন মিজানুর রহমান।